E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিরাজগঞ্জে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

২০২২ সেপ্টেম্বর ০৮ ১৮:২০:২০
সিরাজগঞ্জে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন মাটিকোড়া গ্রামের শাহীন ও তার বাবা আফছার আলী, পাশের শিবপুর গ্রামের আপন দুই ভাই শাহআলম ও মোন্নাফ এবং তাদের প্রতিবেশী শমসের আলী।

সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মাহফুজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ বলেন, বিকেল সোয়া ৪টার দিকে আমার ইউনিয়নের মাটিকোড়া গ্রামে কৃষকরা মাঠে ধানক্ষেত পরিচর্যা করছিলেন। আকাশে হঠাৎ মেঘ দেখা দিলে ১৩ জন একটি শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে সাতজন নিহত হয়েছে বলে জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এরই মধ্যে সবগুল মরদেহ উদ্ধার করছেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২২)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test