E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মহেশখালীতে জমির বিরোধে একজন নিহত

২০২২ সেপ্টেম্বর ০৩ ১৫:৪৮:৩০
মহেশখালীতে জমির বিরোধে একজন নিহত

জাহেদ সরওয়ার, কক্সবাজার : মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের আঘাতে আবদু শুক্কুর নামে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে। ২ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আদালতে দুই পক্ষ মামলা দায়ের করলে আদালত শুক্কুরের পক্ষে রায় ঘোষণা করে। এরপরও প্রতিপক্ষের লোকজন সেই জমিতে পানের বরজ নির্মাণের চেষ্টা করলে, শুক্কুর তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এতে প্রতিপক্ষ লাঠি ও দা নিয়ে শুক্কুরকে আঘাত করে এবং তিনি মারাত্মকভাবে আহত হন। কক্সবাজার নেওয়ার পথে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।

নিহত আব্দু শুক্কুর একজন পশু চিকৎসক। তিনি ছনখোলা পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা বদিউর রহমানের সন্তান।
বিষয়টি খবর পেয়ে তৎক্ষণাৎ মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে আটক করেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি প্রণব কুমার চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল দীর্ঘদিন ধরেই। এরিই সূত্র ধরে বাকবিতণ্ডার এক পর্যায়ে শুক্কুর আহত হয়ে পড়লে কক্সবাজার চিকিৎসার উদ্দেশ্যে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

(জেএস/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২২)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test