E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে পূজা উদযাপন পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২০২২ সেপ্টেম্বর ০২ ১৮:৫৪:১১
কাপ্তাইয়ে পূজা উদযাপন পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে পূজা উদযাপন কমিটির  শাখার উদ্যোগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় দিকে কাপ্তাই পূজা কমিটি শাখার আয়োজনে ঝুলন দত্তের সঞ্চালনা দীপক কুমার ভট্টাচার্য সভাপতিত্বে'র কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, অত্যাচার নির্যাতন আর নিপীড়নের কারণে প্রতিনিয়ত হিন্দুরা এ দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে। তাদের সুরক্ষায় সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রিয়তোষ ধর পিন্টু, প্রকৌশলী স্বপন কুমার সরকার, বাবুল কান্তি দে, সাবেক সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, সাবেক সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী, অজয় সেন ধনা ও সন্তোষ কুমার দাশ,শিলছড়ি ইসকন মন্দিরে অধ্যক্ষ রুপেশ্বর প্রভু, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুর্বণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক উৎপল কুমার ভট্টাচার্য, চন্দ্রঘোনা মিশন এলাকার শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সভাপতি সুধীর ধর, সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, কাপ্তাই শিলছড়ি সীতাঘাট মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন কান্তি দাশ, পুজা উদযাপন কমিটির উপদেষ্টা অজিত মল্লিক, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি মিলন কান্তি দে,মিশন এলাকা আদি নারায়ণ বৈদান্তিক বিদ্যালয়ের সাবেক সভাপতি নিতাই পদ দে,পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিত, অর্থ সম্পাদক উত্তম কুমার মল্লিক, এছাড়া অত্র এলাকার গণ্যমান্য ও হিন্দু ধর্মের ব্যক্তিবর্গগণ এসময় উপস্হিত ছিলেন।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২২)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test