E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিলাইছড়িতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

২০২২ আগস্ট ২৪ ১৮:৪৫:৪৬
বিলাইছড়িতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

রিপন মারমা, রাঙামাটি : সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটি বিলাইছড়ি বিএনপির  অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বিলাইছড়ি দলীয় কার্যালয়ে সামনে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে, বিক্ষোভ মিছিলটি উপজেলার পল্টন ঘাট থেকে শুরু হয়ে বাজার থেকে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে আব্দুস সালাম ফকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাঙামাটি জাতীয়তাবাদী দল বিএনপি প্রচার সম্পাদক মোঃ আবুল হোসেন বালি,
রাঙামাটি কৃষকদল যুগ্ন আহবায়ক মোঃ রবিউল ইসলাম বাবুল, রাঙামাটি যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, রাঙামাটি সেচ্ছাসেবক দল সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান, বিলাইছড়ি বিএনপি উপজেলা সভাপতি মোঃ আব্দুস সালাম ফকির,বিলাইছড়ি বিএনপি উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের চলমান নানা রকম অনিয়ম তুলে ধরেন বক্তারা বলেন এই সরকার ভোট চোর রাতের অন্ধকারে ভোট গ্রহনের মাধ্যমে দেশে একটা স্বৈরাচার সরকারের উৎপত্তি হয়, যার ফলে প্রতিনিয়ত দেশের জনগন তার মাশুল দিতেছে, দেশনেতা তারেক রহমানের আদেশে তৃনমূল পর্যায়ে গিয়ে সকল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে সমস্যাগুলো তুলে ধরতে, দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে জনগনকে সাথে নিয়ে বিএনপি আগামিতে ক্ষমতায় আসবে বলে বক্তারা জানান, সেসময় উপজেলা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আনুমানিক ১২০-১৫০ জন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/আগস্ট ২৪, ২০২২)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test