E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মাগুরায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক

২০২২ জুন ২৯ ১৮:২১:১৫
মাগুরায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক

মাজহারুল হক, মাগুরা : বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মাগুরা জেলা শাখার পুরাতন কমিটির দায়িত্ব হস্তান্তর ও ২০২২-২০২৪ সালের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজ পাড়াস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এ অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান।

নবনির্বাচিত সভাপতি লিটন ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. ফিরোজ আলম, সুবীর কুন্ডু, সাধারণ সম্পাদক খন্দকার মোশফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, কোষাধ্যক্ষ আবুল কালাম, কার্য নির্বাহী সদস্য আলিউর রহমান ফিরোজ ও মো. ইকবাল হোসেন মোল্যা প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি লিটন ঘোষ বলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মাগুরা জেলা শাখার সকল সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ। আগামীতে সকলের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানকে দেশের মধ্যে একটি মডেল সমিতি হিসেবে প্রতিষ্ঠিত করার আশাবাদ ব্যক্ত করে তিনি।

(এম/এসপি/জুন ২৯, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test