E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উন্নয়ন প্রচারণায় ভ্রাম্যমান সাংস্কৃতিক টিম সিরাজগঞ্জে

২০২২ জুন ১৮ ১৬:২৯:৫১
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উন্নয়ন প্রচারণায় ভ্রাম্যমান সাংস্কৃতিক টিম সিরাজগঞ্জে

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী ২৫ শে জুন বাঙ্গালীর গৌরব ও সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে দশ দিন ব্যাপী আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এই ধারাবাহিকতায় সিরাজগঞ্জে শনিবার (১৮ জুন) সকাল ১০ টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম চত্বর থেকে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ভ্রাম্যমান সাংস্কৃতিক টিমর উন্নয়ন প্রচারণায় উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন,বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম, মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী খান, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা আতাউর রহমান বরাত, ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম।

জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক কল্পনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ বেলাল হোসেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আরেফিন হক আলভী, জেলা কমিটির অর্থ সম্পাদক শাহেদ সেলিম খান, যুব ও ক্রীড়া সম্পাদক সাকিরুল ইসলাম এলিন, সদস্য এস এম আরিফ প্রমূখ।

উদ্বোধন শেষে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক টিমটি পদ্মাসেতুসহ শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে রচিত গান প্রচার করেন। টিমটি সিরাজগঞ্জ জেলা শহর ছাড়াও কামারখন্দ, উল্লাপাড়া রায়গঞ্জ, শাহজাদপুরসহ বিভিন্ন উপজেলা শহর প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, এর আগে ১৬ জুন ঢাকার সংসদ ভবন এলাকা থেকে ১০ দিনব্যাপী এ প্রচারাভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।

(আই/এসপি/জুন ১৮, ২০২২)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test