E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বড় মহেশখালীতে বাবুল, কালারমার ছড়ায় তারেক পুনরায় চেয়ারম্যান নির্বাচিত

২০২২ জুন ১৫ ২৩:৪৯:১৬
বড় মহেশখালীতে বাবুল, কালারমার ছড়ায় তারেক পুনরায় চেয়ারম্যান নির্বাচিত

জাহেদ সরওয়ার, কক্সবাজার : কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় বড় মহেশখালী ও কালারমার ছড়া ইউনিয়নে গতকাল ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বড় মহেশখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল চশমা প্রতীক নিয়ে ও কালারমার ছড়ার বর্তমান চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ নৌকা প্রতীক নিয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়।

প্রচুর উত্তেজনা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল ১৭ দিন আগে। পুরো জেলায় মাত্র দুই ইউনিয়নে নির্বাচন হওয়ায় পুরা জেলার প্রশাসন আর মিডিয়ার নজর ছিল এই নির্বাচনের দিকে। কক্সবাজার জেলা প্রশাসক ও এসপি বারংবার নিরাপত্তা বিষয়ক সভা করেন মহেশখালীতে। মহেশখালী সার্কেলের এএসপি আবু তাহের ফারুকী ও মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাইও বারবার মাঠ পর্যায়ে জনসাধারণ ও প্রার্থীদের সতর্ক করেন। ফলশ্রুতিকে নিরাপত্তার নিশ্চিদ্র চাদরে আবৃত এই নির্বাচন। এবারই প্রথম ইবিএম পদ্ধতিতে এই দুই ইউনিয়নে নির্বাচন হয়।

উল্লেখ্য, বড় মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী এনায়েত উল্লাহ বাবুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোস্তফা আনোয়ার। অন্যদিকে কালারমার ছড়ার বিজয়ী চেয়ারম্যান আওয়ামীলীগের মনোনীত প্রার্থী তারেক বিন ওসমান শরীফের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আকতারোজ্জামান বাবু।

(জেএস/এসপি/জুন ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test