E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিরাজগঞ্জে বাস চাপায় কলেজ ছাত্র নিহত

২০২২ মে ২৫ ১৩:১২:৫৭
সিরাজগঞ্জে বাস চাপায় কলেজ ছাত্র নিহত

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে অজ্ঞাত বাস চাপায় মোটরসাইকেল চালক জিসান (১৯) নামে কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় সিফাত হোসেন (১৮) আহত হয়েছে।

বুধবার (২৫ মে) সকাল ১০ টায় সদর উপজেলার খোকশাবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত জিসান সিরাজগঞ্জের শহরের পৌর এলাকা সমাজ কল্যাণ মোড়ের জুয়েল শেখের ছেলে ও ছোনগাছা কারিগরী কলেজের ছাত্র। আহত অপর আরোহী একই এলাকার মামুনের ছেলে সিফাত।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে কলেজ ছাত্র দুই বন্ধু মোটরসাইকেল যোগে ছোনগাঁছা যাচ্ছিলেন। এসময় ওই এলাকায় পৌছালে অজ্ঞাত বাস চাপায় ঘটনাস্থলে মারা যায় জিসান। এবং আহত হয় তার বন্ধু সিফাত। আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠানো হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(আইএইচ/এএস/মে ২৫, ২০২২)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test