E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিরাজগঞ্জে গণহত্যার স্মৃতিফলকের স্থান নির্বাচনে জেলা প্রশাসককে চিঠি

২০২২ মে ১৬ ১৪:৫১:৫৬
সিরাজগঞ্জে গণহত্যার স্মৃতিফলকের স্থান নির্বাচনে জেলা প্রশাসককে চিঠি

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শিয়ালকোলে গণহত্যা স্মৃতিফলক নির্মাণের স্থান নির্বাচন করার জন্য সোমবার সকালে সিরাজগঞ্জ গণহত্যা অনুসন্ধান কমিটির পক্ষে থেকে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমদ চিঠি নেওয়ার সময় এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসককে চিঠি দেওয়ার আনুষ্ঠানিকতা উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীর মু্ক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মু্ক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, বীর মু্ক্তিযোদ্ধা ফজলুর রহমান খান, বীর মু্ক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, বীর মু্ক্তিযোদ্ধা জেল হোসেন, বাসদের কেন্দ্রীয় নেতা নব কুমার কর্মকার, শহিদুল ইসলাম মেম্বার, বীর মু্ক্তিযোদ্ধা আব্দুল মালেক, আরমান আলী, সাইফুল ইসলাম সহ মু্ক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ।

গণহত্যা অনুসন্ধান কমিটির সূত্র জানায় যায়, ১৯৭১ সালের ১৮ মে শিয়ালকোল এলাকায় গণহত্যা চালিয়ে ৭ জনসহ ওই ইউনিয়নে অন্তত ৬০ জন সাধারণ মানুষকে হত্যা করে পাকসেনা ও তার সহযোগিরা। সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির সহযোগিতায় স্থানীয় জনগণ শহিদ স্মরণে একটি স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেয়। স্মৃতিফলক নির্মানে জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করতে স্থানীয় জনগণ ইতিমধ্যেই গণচাঁদায় ৪০,০০০ টাকা সংগ্রহ করে। উদ্যোক্তারা এ ব্যাপারে ইউনিয়নের প্রতিটি বাড়িতে যোগাযোগের জন্য উদ্যোগ নিয়েছে।

(আইএইচ/এএস/মে ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test