E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

২০২২ মে ১৫ ১৭:৪৫:১১
যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া এলাকা যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দেড় কোটি টাকার ড্রেজার, আনলোড, লোড, বাল্কগ্রেড জব্দ ও একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার সন্ধ্যায় উপজেলার খাষকাউলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন জানান, যমুনা নদী থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র।

শনিবার সন্ধ্যায় খাষকাউলিয়াএলাকায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ড্রেজার, আনলোড, লোড, বাল্কগ্রেড জব্দ একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জব্দকৃত মালামাল নৌ পুলিশের হেফাজতে রয়েছে।

এ অভিযানে সহযোগিতা করেন নৌপুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

(আই/এসপি/মে ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test