E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শিয়ালকোল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন আল আমিন 

২০২২ মে ১৫ ১৭:৩৮:১২
শিয়ালকোল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন আল আমিন 

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা আল আমিন সেখ। জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সাবেক সাধারন সম্পাদক প্রয়াত মহর আলী সেখের জৈষ্ঠপূত্র আল আমিন সেখ বর্তমান ঐ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রবিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটি’র নিকট মনোনয়নপত্র জমা দেয়া হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটি’র পক্ষে মনোনয়নপত্র জমা নেন সদর উপজেলা আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটি’র আহ্বায়ক আব্দুস সাত্তার শিকদার, যুগ্ন-আহ্বায়ক মিজানুর রহমান দুদু, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান ও বেলাল হোসেন। আগামী ১৯’শে মে ৪ নং শিয়ারকোল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে সাধারন সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন তরুন ও জনপ্রিয় জননেতা আল আমিন সেখ।

এর আগে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা আল আমিন সেখ উপজেলা ছাত্রলীগকে সংগঠিত করতে নিরলস পরিশ্রম করেন, শিকার হোন একাধিক হামলা-মামলার। ছাত্ররাজনীতি শেষে প্রত্যক্ষ ভোটে শিয়ালকোল ইউনিয়ন যুবলীগের সভাপতি নির্বাচিত হোন আওয়ামীলীগ পরিবারের এই সন্তান। সর্বশেষ হওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে সাধারন সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দিতা করেন তরুন এই জননেতা। দলের দু:সময়ে দলীয় নেতা-কর্মিদের পাশে থাকা আল আমিন সেখের ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মিদের মাঝে রয়েছে ব্যাপক গ্রহনযোগ্য ও জনপ্রিয়তা।

উল্লেখ্য, আল আমিন সেখের পিতা প্রয়াত মহর আলী সেখ ছিলেন শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম সংগঠক। শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শেষে বারবার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি। দায়িত্ব পালন করেছেন জেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য হিসেবেও। আপাদমস্তক আওয়ামীলীগের আদর্শ ধারন করা প্রয়াত মহর আলী সেখের পরিবার বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নানাভাবে নির্যাতিত হয়েছেন।

(আই/এসপি/মে ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test