E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০২২ মে ১৩ ১৪:১৭:৪৫
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার শাহানগাছা ও মহিষামুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছে। এসময় শাহদাত হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থী সহ অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার শাহানগাছা ও সকাল ১০টার দিকে মহিষামুড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নাঈম ইসলাম ও নওদা ফুলকোচা গ্রামের গোপালের ছেলে মদন।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করীম জানান, সকালে ব্যাটারী চালিত অটোভ্যানযোগে দুই ছাত্র নাঈম ও শাহাদত বাড়ি থেকে বাজারে আসছিলেন। তারা মহিষামুড়া বাজার সংলগ্ন ব্রীজের উপর পৌছলে অটো ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে নাঈম ইসলাম ঘটনাস্থলে নিহত হয়। এই ঘটনায় শাহদাত হোসেন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

অপর দিকে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ থেকে একটি পিকআপভ্যান কাজীপুরের দিকে যাচ্ছিলো। পিকআপভ্যানটি সদর উপজের শাহানগাছা ব্রীজের উপর পৌঁছলে একটি যাত্রীবাহী

ইজি বাইকের সাথে মুখোমুখী সংঘর্ষ বাঁধে। এতে ইজিবাইকের ৫ যাত্রী আহত হয়।

স্থানীয় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মদনের মৃত্যু হয়।

(আইএইচ/এএস/মে ১৩, ২০২২)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test