E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ছাত্রলীগ নেতা হত্যাকান্ডের বিচার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ

২০২২ মে ০৯ ১৮:১৮:২৭
ছাত্রলীগ নেতা হত্যাকান্ডের বিচার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সিনিয়র সহ সভাপতি রাকিব হোসেন তুষার হত্যাকান্ডের বিচার ও দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জে জেলা ছাত্রলীগ এ কর্মসূচীর আয়োজন করে।

আজ সোমবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে সরকারী বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা ছাত্রলীরগের সভাপতি নিউটন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাহাবুদ্দিন হিটু, উপ দপ্তর সম্পাদক তানভীর হাসান জনি, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীর্ অংশ নেন।

সমাবেশে বক্তরা বলেন, বিএনপি-জামাতের দোষরা শহরের চৌরঙ্গীতে নির্মমভাবে গুলি করে বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন খান তুষার কান্ডের বিচার হয়নি। দ্রুত এ হত্যাকান্ডের বিচারের দাবী জানান তারা।

প্রসঙ্গত, বিগত ২০০৪ সালের ৩১ জুলাই গোপালগঞ্জে বাস ধর্মঘটকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু’দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে গুলি বর্ষণে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন খান তুষার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

(টিকেবি/এসপি/মে ০৯, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test