E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশ্ব কবির জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়ি

২০২২ মে ০৭ ১৫:৩৮:৫৯
বিশ্ব কবির জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়ি

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাছারীবাড়ীতে এখন চলছে সাজ সাজ রব। আগামীকাল ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম বার্ষিকী। করোনায় দু বছর বন্ধ থাকার পর এ বছর তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে কবির জন্ম বার্ষিকী পালন করবে শাহজাদপুরবাসী। তাই প্রতিদিন দেশ-বিদেশের রবীন্দ্র ভক্তদের পদচারনায় মুখরিত থাকছে কবীর স্মৃতিবীজরিত কাছারীবাড়ী প্রাঙ্গন।

জানা যায়, নাটোরের রানী ভবানীর জমিদারীর একটি অংশ শাহজাদপুরের জমিদারী নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকনাথ ঠাকুর ১৮৪০ সালে মাত্র ১৩ টাকা ১০ আনায় শাহজাদপুরের এই জমিদারী কিনে নেন। ১৮৯০ থেকে ১৮৯৭ এই ৮ বছর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারী দেখাশুনার জন্য এখানে আসতেন এবং সাময়িক ভাবে বসবাসও করতেন। আর এখানে বসেই কবি রচনা করেছেন কবিতা সোনারতরী, চিত্র, চৈতালী, কল্পনা, ছোটগল্প পোষ্ট মাষ্টার, রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, তারা প্রসন্নের কীর্তি, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষান, অতিথি, ৩৮ টি ছিন্ন পত্রাবলী, প্রবন্ধ ও গীতাঞ্জলির অংশ বিশেষ, নাটক বিসর্জন এর মত সাহিত্য কর্ম।

কবিগুরুর স্মৃতিবীজরিত শাহজাদপুরেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ায় এবার নতুন আঙ্গিকে কবি গুরুর জন্ম বাষির্কী পালন করবে শাহজাদপুরবাসী। করোনাকালিন সময়ে দুই বছর বন্ধ থাকার পর চলতি বছর উদযাপিত হবে কবির ১৬১ তম জন্মবার্ষিকী। এবারের জন্মবার্ষিকীটি সফলভাবে পালন করতে রাত-দিন পরিশ্রম করছেন সবাই। দিবসটিতে বিশ্বমানের একটি অনুষ্ঠান উপহার দিতে রবীন্দ্র গান, নৃত্য ও নাটকের মহড়া চলছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্বাবধানে। শাহজাদপুরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সংগীত ও রবীন্দ্র অধ্যায়ন বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল জানান, কবীর স্মৃতিবিজরিত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের পর এটি কবীর প্রথম জন্মবার্ষিকী উদযাপন। ১৬১ তম জন্মবার্ষিকীতে বিশ্বমানের একটি অনুষ্ঠান উপহার দিতে রাত-দিন অনুশীলন করছে অংশগ্রহনকারিরা।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: শামসুজ্জোহা বলেন, প্রতিবছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের তত্বাবধানে তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। শাহজাদপুরবাসি অত্যান্ত রবীন্দ্র অনুরাগি, রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মন ও মননের কবি, তিনি আমাদের নিদ্রাহীন রাতের সঙ্গী, শাহজাদপুরবাসির জীবনে রবীন্দ্রনাথের প্রচন্ড প্রভাব রয়েছে। যার ফলে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত এই শাহজাদপুরে রবীন্দ্র জন্মবার্ষিকী পালনে মানুষের ব্যাপক সাড়া রয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি আরো বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী তাৎপর্যপূর্নভাবে পালন করতে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। শাহজাদপুরবাসি তাদের প্রিয় কবির জন্মবার্ষিকী উদযাপনে অধির আগ্রহে অপেক্ষা করছেন। বিশ্বকবির ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবীর স্মৃতিবিজরিত রবীন্দ্র কাচারিবাড়িতে ২৫’শে বৈশাখ থেকে তিনদিনব্যাপি নানা কর্মসূচি শুরু হবে। অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি এমপি।

(আই/এসপি/মে ০৭, ২০২২)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test