E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে এবারই প্রথম ঈদের নামাজ আদায় করলেন নারীরা

২০২২ মে ০৫ ১৪:১৮:৩৫
গোপালগঞ্জে এবারই প্রথম ঈদের নামাজ আদায় করলেন নারীরা

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে এবছর প্রথম নারীদের জন্য ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এর আগে গোপালগঞ্জে কোথাও নারীদের ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। এবছর জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে নারীদের জন্য ঈদগাহ ময়দানে ধর্মীয় নিয়ম কানুন মেনে নমাজের ব্যাবস্থা করা হয়েছে। ঈদ-উল-ফিতরের নামাজ গোপালগঞ্জ পৌরসভার নবনির্মিত আন্তর্জাতিক মানের ঈদগাহ ময়দানে নারী-পুরুষ ধর্মীয় নিয়ম কানুন মেনে ঈদের নামাজ আদায় করেছেন।

নামাজ ইমমতি করেন গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদেও ইমাম মুফুত মাও. শেখ হাফিজুর রহমান। ঈদের নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পৌর মেযর কাজী লিয়াকত আলী। ঈদের জামাতে প্রায় ৪০ হাজার পুরুষ ও প্রায় ৫ শত নারী ঈদের নামাজ আদায় করেছেন।

ঈদের নামাজ আদায় শেষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, গোপালগঞ্জে একটি আন্তর্জাতিক মানের ঈদগাহ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন দেশে নারীদের জন্য আলাদা ভাবে ঈদের নামাজ পড়ার ব্যাবস্থা আছে। আমাদের দেশের জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ নারী। সে কারণে আমরা ধর্মীয় সকল নিয়ম কানুন মেনে স্বল্প পরিসরে পুরুষের পাশাপাশি নারীদের ঈদের নামাজ জামাতে পড়ার উদ্যোগ গ্রহন করেছি। আমরা শান্তিপূর্ণ ভাবে ঈদের নামাজ আদায় করেছি। আশাকরি আগামীতে আমাদের আরো মা-বোনেরা ঈদগাহে নামাজ পড়তে উৎসাহী হবেন।

গোপালগঞ্জ সভার পৌর মেয়র কাজী লিয়াকত আলী বলেন, এবারই প্রথম নারীদের জন্য ঈদগাহে ঈদের নামাজ পড়ার উদ্যোগ নেয়া হয়েছে।্ এবার স্বল্প পরিসরে ধর্মীয় নিয়ম কানুন মেনে নামাজের ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। এবার ঈদের নামাজ পড়ার জন্য মা-বোনেদের যে উৎসাহ দেখেছি তাতে আগামীতে আরো বৃহৎ পরিসরে ধর্মীয় নিয়ম কানুন মেনে ও নিরাপত্তার সাথে ব্যাবস্থা গ্রহন করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক বলেন, গোপালগঞ্জ শহরের প্রান কেন্দ্রে প্রায় ৫ একর জায়গার উপর নির্মান করা হয়েছে দৃষ্টিনন্দন ঈদগাহ ময়দান। ৮ কোটি টাকা ব্যায়ে ব্যতিক্রম নকশায় ও মুসলিম স্থাপত্য শিল্পে অত্যাধুনিক নকশায় তৈরি করা হয়েছে এই ঈদগাহ ময়দান। এখানে কমপক্ষে ৫০ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানান ওই কর্মকর্তা।

ওই কর্মকর্তা আরো জানান, নান্দনিক ডিজাইনের এই ঈগায়ে ৪ টি প্রবেশ পথ, ৫০টি অজুখানা, মেহেরাব ও আধুনিক সব ব্যবস্থা। ঈদগাহ এর মাঠে সবুজ ঘাষ ও চারিদিকে রয়েছে হাটার ব্যবস্থা।

(টিকেবি/এসপি/মে ০৫, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test