E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জের দৃষ্টিনন্দন ঈদগাহে নামাজ আদায় করবেন ৫০ হাজার মানুষ

২০২২ এপ্রিল ৩০ ১৮:৩৪:১৭
গোপালগঞ্জের দৃষ্টিনন্দন ঈদগাহে নামাজ আদায় করবেন ৫০ হাজার মানুষ

গোপালগঞ্জ প্রতিনিধি : সবচেয়ে বড় জামাতে পবিত্র ঈদের নামাজ আদায়ে জন্য গোপালগঞ্জ শহরের পাচুড়িয়ায় ইসলামী স্থাপত্যের আদলে কেন্দ্রীয় ঈদগাহ নির্মাণ করা হয়েছে। ৫ এক জমির ওপর অধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই ঈদগাহ নির্মাণে ব্যায় হয়েছে ৮ কোটি টাকা। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে দৃষ্টিনন্দন এই ঈদগায়ের নির্মান কাজ বাস্তবায়ন করেছে এলজিইডি। এবারের ঈদ উল ফিতরে গোপালগঞ্জের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এই ঈদগাহ মাঠে। ইতিমধ্যে জেলা প্রশাসন, পৌরসভা ও এলজিইডি প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে।

গোপালগঞ্জ মস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক জানিয়েছেন, গোপালগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে সার্বজনিন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩ টি প্যাকেজে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে দৃষ্টি নন্দন ঈদগাহটি নির্মাণ করা হয়েছে। ঈদগাহের সম্মুখভাগে সুদৃশ্য মেহরব করা হয়েছে। মেহেরাব ঈদগাহের সৌন্দয্যকে ফুঁটিয়ে তুলেছে । মূল মেহরাবের মেইন অর্চের উচ্চতা ১২.৫৫০ মিটার। ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য সুউচ্চ মনোরম গেটে রাখা হয়েছে ৪টি প্রবেশ পথ।

ওই কর্মকর্তা আরো বলেন, ঈদগাহে ১টি অজুখানা, অফিসরুম, পুরুষ ও মহিলাদের আলাদা ওয়াশরুম ও স্টোর রুম হয়েছে। ঈদগাহে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য মাঠের চারিদিকে ১৭টি ক্যাচ বেসিনসহ ৪৫৫ মিটার পাইপ লাইনের ব্যাবস্থা করা হয়েছে। বড় ধরনের বৃষ্টি হলেও কিছুক্ষণ পরে নামাজ আদায় করা যাবে এ ঈদগাহ ময়দানে।
ঈদগাহ সম্পর্কে ওই কর্মকর্তা আরো জানান, ঈদগাহের ভেতরের মাঠে রয়েছে সবুজ ঘাস, চারিদিকে রয়েছে হাটার জন্য প্রশস্ত পথ। রাতে ঈদগাহের চারপাশের প্রতিটি পিলারে করা হয়েছে আলোকসজ্জা। এ ঈদগাহ ময়দানে এক সঙ্গে ৫০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।

জেলা প্রশাসসের ঈদের প্রস্তুতি সভা থেকে জানা গেছে, মহামারি করোনা ও ঈদগাহ উন্নয়নের কারণে গত ৪ বছর মুসল্লিরা ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারেনি। নতুন এ ঈদগাহ তৈরী হওয়াতে মুসল্লীদের মধ্যে ঈদের জামাত ঘিরে রয়েছে বাড়তি উন্মাদনা সৃষ্টি হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় নবনির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে । ঈদের প্রধান জামাতের ইমামতি করবেন শহরের কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান।

শহরের কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান বলেন, আমাদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর ও পবিত্র ঈদ-উল আযহায় বড় জামাতে দাড়িয়ে নামাজ আদায় করার রীতি প্রচলিত রয়েছে। তাই এ বছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে মানুষ এখানে নামাজ আদায় করবেন।

শহরের পাচুড়িয়া এলাকার বাসিন্দা লিয়াকত আলী,মীর সাদেক বলেন, গোপালগঞ্জের আধুনিক এই ঈদগাহ ইসলামিক স্থাপত্য শিল্পের আদলে নির্মাণ করা হয়েছে। দৃষ্টিনন্দন এ ঈদগাঁহ দেখতে আশপাশের জেলা থেকে লোকজন ছুটে আসছেন। ঈদগায়ের স্যেন্দর্য ভ্রমন পিপাসুদের আকর্ষণ করছে। তাই এই স্থাপনাটি অনন্য মুসলিম ঐতিহ্য হিসেবে পরিচিতি লাভ করবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, নব নির্মিত ঈদগায়ে এ বছর ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নতুন ঈদগাঁহটি বর্নিল সাজে সাজানো হয়েছে। এখানে সব শ্রেণি পেশার মানুষ উৎসব মুখর পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে নামাজ আদায় করবেন।

(টিকেবি/এসপি/এপ্রিল ৩০, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test