E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে মোটরসাইকেল-প্রাইভেটকারের সংঘর্ষে সেনা সদস্য নিহত

২০২২ এপ্রিল ৩০ ১৬:২৮:১২
গোপালগঞ্জে মোটরসাইকেল-প্রাইভেটকারের সংঘর্ষে সেনা সদস্য নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য ইমরান হোসেন (২০) নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সেনা সদস্য ইমরান হোসেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দারাজহাট গ্রামের মানিক মোল্লার ছেলে।

তিনি ঢাকা থেকে ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার দারাজহাট যাচ্ছিলেন।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মোঃ মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের ওই কর্মকর্তা নিহত সেনা সদস্যের উদ্ধারকৃত আইডি কার্ডের বরাত দিয়ে জানান, নিহত ইমরান হোসেনের সেনা নং-১৪৫৩৫৯১, আইডি নং-ইঞ্জিঃ ১২৫৪৭৫। তিনি ১০ পদাতিক ডিভিশনের ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন হতে ৫ আর ই ব্যাটালিয়ন পোস্তগোলায় কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশের ওই পরিদর্শক জানান, সেনা সদস্য সৈনিক মোঃ ইমরান হোসেন মোটর সাইকেলে করে ঢাকা থেকে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দারাজহাট গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন।পথিমধ্যে সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া নামক স্থানে ঢাকাগামী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-২৫-০৯৬২) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ওই সৈনিক গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে সাথে সাথে উদ্ধার করে কাশিয়ানী ১শ’ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দূর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক প্রাইভেটকার হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। তবে প্রাইভেট কারের চালক পালিয়ে গেছে।

(টিকেবি/এসপি/এপ্রিল ৩০, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test