E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে পানিতে ডুবে একজন মারা গেছে

২০১৪ এপ্রিল ২৬ ১৬:৩৮:২৫
মাদারীপুরে পানিতে ডুবে একজন মারা গেছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী এলাকায় শুক্রবার রাত ৮টার দিকে সাঁতরে নদী পাড় হতে গিয়ে পানিতে ডুবে মকবুল হোসেন মোল্যা (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ সময় আলমাস ও আফজাল নামের দু’জনকে নদী থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার নিলাম্বরদী এলাকা থেকে একটি বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার রায়েরকান্দি-শ্রীনদী গ্রামের ৩ ব্যক্তি। এ সময় শ্রীনদী এলাকায় কুমার নদীর খেয়াঘাটে খেয়ানৌকার মাঝি না থাকায় ৩ ব্যক্তি সাতরে নদী পাড় হওয়ার চেষ্টা করলে মাঝ নদীতে ৩ জনই তলিয়ে যায়।
এ সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ৩ জনকেই উদ্ধার করে। এদের মধ্যে মকবুল হোসেন মোল্যাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এছাড়া আফজাল ও আলমাস নামের ২ জনকে গুরুতর অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(এএসএ/এটি/এপ্রিল ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test