E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য 

গোপালগঞ্জে খ্রিষ্টান পরিবারের ওপর হামলার অভিযোগ

২০২২ এপ্রিল ২৮ ১৮:৩৯:২৮
গোপালগঞ্জে খ্রিষ্টান পরিবারের ওপর হামলার অভিযোগ

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে খ্রিস্ট্রান পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। তবে দু’ পক্ষ পাল্টা-পাল্টি বক্তব্য দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ভাদুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ হামলায় খ্রিস্টান পরিবারের সদস্য গ্লোরিয়া বিশ্বাস (৮৫) ও তার ছেলে ষ্টিফেন বিশ্বাস (৪৮) আহত হয়েছেন। ষ্টিফেন ওই গ্রামের ‘দি রিডিমন্ড খ্রীস্ট্রিয়ান চার্চ অব গড’ নামের একটি মিশনারীর সহকারি পরিচালক। আহতদের গোপালগঞ্জ আড়ই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিপক্ষের হামলায় আহত গ্লোরিয়া বিশ্বাস বলেন, আমার বাড়ি সংলগ্ন একটি জমি নিয়ে প্রতিবেশি নিতাই চন্দ্র বিশ্বাসের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সকালে ওই জমির আইলে আগাছা পরিষ্কার করতে যাই। এতে নিতাই বিশ্বাসের পরিবারের লোকজন বাঁধা দেয়। এ নিয়ে তাদের সাথে আমাদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নিতাই বিশ্বাসের নেতৃত্বে ৪/৫ জন লোক সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে এসে আমার ওপর হামলা চালায়। আমার ছেলে ঠেকাতে এলে তাকেও বেধড়ক পেটায় ও কিলঘুষি মারে প্রতিপক্ষের লোকজন। পরে প্রতিবেশিরা এসে আমাদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত নিতাই বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের জায়গা জোরপূর্বক দখল করে প্রতিপক্ষরা ঘর তুলেছে। আজও আমাদের জায়গা থেকে মাটি কাটার জন্য লোকজন আনে। আমরা মাটি কাটতে বাঁধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাদের ওপর হামলা চালায়।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের একাধিক ব্যক্তি বলেন, জমিজমার বিরোধকে কেন্দ্র করে দু’ পক্ষ মারামারি করেছে। দু’ পক্ষের লোকজনই সামান্য আহত হয়েছেন। এরমধ্যে খ্রিস্টান পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু প্রতিপক্ষের লোকজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কাশিয়ানী থানার এসআই তুষার মৃধা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিল পরিদর্শণ করেছি। এখন পর্যন্ত কেউ থানায় কেউ অভিযোগ করেনি। তাদেরকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।’

(টিকেবি/এসপি/এপ্রিল ২৮, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test