E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভাঙ্গায় দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০

২০১৪ সেপ্টেম্বর ২৮ ১৭:৫১:৫০
ভাঙ্গায় দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ও চুমুরদী ইউনিয়ন বাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৪ পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ ৩জন সহ ৫জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষ থামাতে পুলিশ ১৫ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফরিদপুর থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া ও চৌকিঘাটা গ্রামের ছেলেদের সাথে পার্শ্ববর্তী চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের ছেলেদের ফুটবল খেলা চলছিল। এসময় দুইদল খেলোয়ারদের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতি হয়। এর সূত্রধরে পরদিন শনিবার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের ২০/২৫ জন ছেলে বিকালে ঘারুয়া বাজারে যায়। এরা উত্তেজিত থাকায় ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা এদেরকে থামাতে এলে এরা চেয়ারম্যানের উপর চড়াও হয়। এসময় চেয়ারম্যানের ভাই ওবায়দুর মোল্লা (৪০) প্রতিবাদ করায় তাকেও মেরে গুরুতর আহত করে। এসময় ঘারুয়ার লোকজন পুর্ব সদরদী গ্রামের জনি (৩০)কে পিটিয়ে আহত করে। আহত ওবায়দুর মোল্লা ও জনি কে শনিবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে ঘারুয়া ও চুমুরদী ইউনিয়নের কয়েক হাজার লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিয়ে ঘারুয়া ও চমুরদী ইউনিয়নের মধ্যবর্তী কুমার নদের ব্রীজের দুই পাশে অবস্থান নেয়। এক পর্যায়ে সকাল ৯টার দিকে ঘারুয়া ইউনিয়নের উত্তেজিত জনতা চুমুরদী ইউনিয়নের পুর্ব সদরদী গ্রামের ব্রীজের ঢালে অবস্থিত ৫/৬টি দোকান ভাংচুর করে। পুলিশ সংঘর্ষ থামাতে শর্টগানের গুলি বর্ষণ করে। সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।


ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ইমরান হোসেন জানান, ভাঙ্গা হাসপাতালে আসারপর গুলিবিদ্ধ ৩জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘর্ষে আহত ৪ পুলিশ সদস্য ও ৬ জন আহত রোগী চিকিৎসা নেন। আহত পুলিশ সদস্যরা হলেন ভাঙ্গা থানার উপপরিদর্শক মজিবুর রহমান, সহকারী উপপরিদর্শক আজাদ, কনেস্টবল আল-আমিন ও জামাল।

ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা জানান, গুলিবিদ্ধ ৩জনই ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের বাসিন্দা। এরা হলেন তারা মোল্লা(৫৫), মিরাজুল (৩০), লিটন মোল্লা (৩০)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, পুলিশ সংঘর্ষ থামাতে ১৪ রাউন্ড শর্টগানের গুলি করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে আলোচনা করে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসে বিষয়টির ফয়সালা করা হবে।

(এডি/এএস/সেপ্টেম্বর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test