E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর দুই নাতনির জন্মদিন উদযাপন

২০২২ এপ্রিল ২৫ ১৫:০২:৪০
বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর দুই নাতনির জন্মদিন উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধি : এতিম শিশুদের নিয়ে কেককেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের মেয়ে সামা হোসাইন ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির মেয়ে তাইকা লিলি রেহানা সিদ্দিকের জন্মদিন পালন করা হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ।

রবিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে এতিম শিশুদের নিয়ে দুইটি কেক কটে প্রধানমন্ত্রীর দুই নাতনি জন্মদিন পালন করা হয়।

এর আগে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ ব্যক্তিগত ভাবে শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ২৫৬টি এতিম শিশু সহ মোট ৩৫০ টি শিশুর মাঝে রকমারি ইফতার, উন্নতমানের খাবার ও ঈদ পোষাক বিতরণ করেন। এর আগে প্রধানমন্ত্রীর দুই নাতনির সুস্বাস্থ্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দুরুদ ও পবিত্র সূরা ফাতেহা পাঠ শেষে দোয়া মোনাজাত করা হয়।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত একেএম সুলতান মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাঁছাড়, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদ, ছাত্রলীগ সভাপতি রেজাউল হক বিশ্বাস সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

টুাঙ্গপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন বলেন, বর্ণিল আয়োজনের প্রধানমন্ত্রীর ২ নাতনীর জন্মদিন উদযাপন করা হয়েছে। এতে এতিম ও দুস্থ শিশুরা অংশ নিয়ে আনন্দ উপভোগ করেছে। তাদের উন্নত মানের খাবার পরিবেশনের পাশাপাশি ঈদ পোষাক দেয়া হয়েছে। এতে তারা খুবই উচ্ছসিত। এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রী ও তাঁর দু’ নাতনীর জন্য দোয়া মোনাজাত করা হয়েছে।

(টিকেবি/এএস/এপ্রিল ২৫, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test