E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পিরোজপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

২০১৪ সেপ্টেম্বর ২৮ ১৬:৩৬:২০
পিরোজপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে আজ সোমবার আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস  পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমিতে শেষ হয়। পরে একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মানিকহার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী বলেন, তথ্যের অবাধ প্রবাহ জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে পারে। তথ্যের অবাধ প্রবাহ থাকলেই সকল কাজে সচ্ছতা ও জবাবদিহিতা সম্ভব। ২০০৯ সালে ২৯ মার্চ প্রনিত এই আইনের মাধ্যমে কোন ব্যাক্তির যেকোন প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য জানার অধিকার নিশ্চিত হয়েছে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাব, জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ও সনাক সদস্য প্রফেসর মো. রুহুল আমিন, মুক্তিযোদ্ধা ও সনাক সদস্য এম এ রব্বানী ফিরোজ, অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল প্রমুখ। পরে সচেতন নাগরিক কমিটি সনাকের উদ্যোগে স্কুল ছাত্রদের মধ্যে রচনা প্রতিযোগিতার অয়োজন করা হয়।

(এসএ/এএস/সেপ্টেম্বর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test