E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে ১০ দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু  

২০২২ এপ্রিল ২১ ১৬:৫৪:২৩
গোপালগঞ্জে ১০ দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু  

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ১০ দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। বুধবার বিকেলে (২০ এপ্রিল) বিসিক জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের ঘোষেরচরে বিসিক শিল্পনগরীতে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাশেদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন।

বিসিক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানেজার গৌরব দাস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় গোপালগঞ্জ বিসিকের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিসিক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানেজার গৌরব দাস বলেন, এ মেলায় ৩০ টি স্টল বসেছে। স্টলগুলোতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত, কারু ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য শতরঞ্জী, চামড়াজাত পণ্য, মৃৎশিল্প, সুচী শিল্প, খাদি পাঞ্জাবী, আঁচার, দেশীয় খেলনা, মেয়েদের পোষাক, তাল পাতার পাখা সহ সহ¯্রাধিক পণ্য সামগ্রী স্থান পেয়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, ঈদেক সামনে রেখে ক্রেতারা এখান থেকে কারুপণ্য, নকশিকাঁথা, পাট পণ্য, বুটিকস পণ্য, জুয়েলারী, লেদারগুডস, অর্গানিক ফুডস, শতরঞ্জী, খাদি পাঞ্জাবীসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে পারছেন। মেলা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকছে।
দর্শনার্থী ত্বুর মণি বলেন, এখানে এসে ভাল লাগছে। মেলায় দেশীয় কুটির শিল্পে উৎপাদিত পণ্যের ব্যাপক কালেকশন রয়েছে। এখান থেকে আমরা ঈদের পোশাক, প্রসাধনী সহ অন্যান্য জিনিসপত্র কিনতে পারছি। এখানে পণ্যের দাম আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। তবে এখানে দামও একটু কম।

(টিকেবি/এসপি/এপ্রিল ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test