E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

২০২২ এপ্রিল ১৭ ১৪:২০:০২
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি : মুজিববনগর দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন ।

রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার নেতৃত্বে পুলিশ প্রশাসন, পরে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।

এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মহসিন উদ্দিনসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে টুঙ্গিপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ মুজিব নগর দিবস পালন করেছে।

(টিকেবি/এএস/এপ্রিল ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test