E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

উখিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৪

২০২২ মার্চ ২৩ ০৮:১৮:৪২
উখিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ মার্চ) রাত ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ারের ঢালুতে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ শেফায়েত হোসেন বলেন, সিএনজিটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে মিনিট্রাকটি টেকনাফমুখী ছিল। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাটিভর্তি মিনিট্রাকটি দ্রুত গতিতে এগিয়ে আসছিল। আর অপরপ্রান্তের সিএনজিটি রাস্তা ঢালু হওয়ার কারণে এবং অন্ধকার থাকায় ট্রাকের মুখোমুখি পড়ে যায়। দুটি গাড়িই মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে।

এদিকে, খবর পেয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের মরদেহ ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে রয়েছে।

(ওএস/এএস/মার্চ ২৩, ২০২২)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test