E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে প্রকল্প পরিচালকের অপসারণ দাবিতে মানববন্ধন

২০২২ মার্চ ১৯ ১৭:৩৭:০০
গোপালগঞ্জে প্রকল্প পরিচালকের অপসারণ দাবিতে মানববন্ধন

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন  প্রকল্পের  পরিচালকের অপসারনসহ দুই দফা দাবীতে মৎস্যজীবী সমিতির সদস্যরা মানববন্ধন করেছে। 

আজ শনিবার সকাল ৯ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত টুঙ্গিপাড়া গ্রামে মৎস্যজীবী সমিতির শতাধিক নারী-পুরুষ সদস্যরা এই মানববন্ধন কর্মসূচী পালন করেন।

গোপালগঞ্জ মৎস্যচাষী সমবায় সমিতি ও কেন্দ্রীয় কমিটির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, মহাসচিব আবদুল হালিম শিকদার, কোষাধক্ষ্য মহাসীন হোসেন, সমিতির গোপালগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন , টুংগীপাড়া উপজেলা সভাপতি মোঃ ইকরাম হোসেন,সাধারণ সম্পাদক রবিউল হোসেন, কোটালীপাড়া উপজেলা কমিটির সভাপতি তোতা মিয়া হাওলাদার, বাগেরহাটে জেলার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমূখ।

বক্তারা অভিযোগ করেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্প গ্রহন করে। প্রকল্পে সরকার ২ শ’ ৭ কোটি ৫৮ লাখ ৫১ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। প্রকল্পের পিডি অফিস গোপালগঞ্জে স্থাপন করা হয়েছে। এখান থেকে বৃহত্তর ফরিদপুর, বরিশাল ও খুলনা বিভাগের ২১ জেলায় ২০২০ সালের জুন থেকে প্রকল্পের কাজ শুরু কথা কথা। ৪ বছর মেয়াদি প্রকল্পের দুই বছর ইতোমধ্যে শেষ হয়েছে। কিন্তু, প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি। এ ব্যর্থতা প্রকল্প পরিচালকের। তাই ব্যর্থতার দায়ে প্রকল্প পরিচালককে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এখানে একজন নতুন প্রকল্প পরিচালককে নিয়োগ দিতে হবে। তা না হলে এ মহৎ প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হবে।

প্রকল্প পরিচালক এস.এম আশিকুর রহমান মৎস্য সমিতি নেতৃবৃন্দের অভিযোগ অস্বীকার করে বলেন, কাগজে কলমে ২ বছর আগে এ প্রকল্পের কাজ শুরুর কথা ছিলো। কিন্তু গত অর্থ বছর থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়। ওই অর্থ বছরে মাত্র ৭৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। চলতি অর্থ বছরে ১৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় যে ভাবে টাকা দিচ্ছে, সেভাবেই প্রকল্প বাস্তাবায়ন করা হচ্ছে। মৎস্য সমিতির নেতৃবন্দ তাদের দিয়ে প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিলো। এতে আমি রাজি হইনি। ডিপিপিতে তাদের যতটুকু অংশীদারিত্বের কথা বলা হয়েছে, তাদের দিয়ে সে টুকু আমরা বাস্তবায়ন করব। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সমস্ত বিধিমালা প্রতিপালন করব।

(টিকেবি/এসপি/মার্চ ১৯, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test