E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফেনীতে ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত

২০২২ মার্চ ১৮ ১৭:৫৬:৩০
ফেনীতে ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত

নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীতে তিন শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনের মাধ্যমে শেষ হলো ইংলিশ অলিম্পিয়াড সৃজন-৩। আজ শুক্রবার (১৮ মার্চ) সকালে ফেনীর স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে পুরস্কার ও সনদ বিতরণের মাধ্যমে সৃজন-৩ এর সমাপনী অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইংলিশ অলিম্পিয়াড এর প্রতিষ্ঠাতা ও প্রধান সংগঠক মোহাম্মদ আমান উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্টারলাইন গ্রুপের শিক্ষা প্রতিষ্ঠান বিভাগের উপদেষ্টা অধ্যক্ষ আবদুল হালিম ও স্টারলাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন। প্রতিযোগীদের মধ্যথেকে বক্তব্য রাখেন ইসতেয়াক আরিয়ান ও মাহমুদা হক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জানান, আজকে যারা আমাদের সামনে প্রতিযোগীতায় অংশ নিয়ে সনদ নিচ্ছেন তারা আগামী ২০৪১ সালের উন্নত বাংলাদেশের চালক হবেন। দেশি ও বিদেশী সকল প্রতিযোগিতায় নিজের শ্রেষ্ঠত্ব অর্জন করতে ইংরেজি ভাষায় দক্ষতা অতি আবশ্যক। শিক্ষার্থীদের মাঝে সে দক্ষতা লব্ধ করতে দেশ জুড়ে কাজ করছে ইংলিশ অলিম্পিয়াড। এধরনের প্রতিযোগীতা শিক্ষার্থীদের মাঝে আরো বেশি ছড়িয়ে দেয়ার প্রত্যাশা করেন তিনি।

প্রতিযোগিতার প্রধান সংগঠক মোহাম্মদ আমান উল্লাহ জানান, ফেনী, চাঁদপুর ও নোয়াখালীর প্রতিযোগীদের নিয়ে ইংলিশ অলিম্পিয়াডের সৃজন-৩ সুসম্পন্ন করতে পারায় ভালো লাগছে। এ ধরনের প্রতিযোগিতায় সহযোগী হিসেবে স্টারলাইন গ্রুপ এগিয়ে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

(এনকে/এসপি/মার্চ ১৮, ২০২২)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test