E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফেনীতে পথ শিশুদের নিয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আনন্দ আয়োজন

২০২২ মার্চ ১৭ ১৮:৪৭:৫৪
ফেনীতে পথ শিশুদের নিয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আনন্দ আয়োজন

নূরুল আমিন খোকন, ফেনী : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে ফেনীর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পথ শিশুদের নিয়ে আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রাঙ্গনে আনন্দ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফেনী জেলার উপ পরিচালক আবু সালেহ মোঃ ফোরকান উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক এবং ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট ডাঃ তাসলিমা আক্তার, ফেনী সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকতা সাহেদা হোসেন, ফেনী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ নাসরিন আক্তার মুক্তা। আনন্দ আয়োজনে পথ শিশুরা গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়।

পরে পথ শিশুদের মাঝে খাতা, কলম, টি শার্ট ও দুপুরের খাবার বিতরণ করা হয়। উক্ত আয়োজনে পথ শিশুদের মাঝে স্বাস্থ্য, শিক্ষা ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরীর লক্ষ্যে নানামুখি কার্যক্রম পরিচালনা করা হয়।

(এনকে/এসপি/মার্চ ১৭, ২০২২)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test