E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কোটালীপাড়ায় নানা আয়োজনে জাতির পিতার জন্মদিন পালিত

২০২২ মার্চ ১৭ ১৬:২৩:৩৬
কোটালীপাড়ায় নানা আয়োজনে জাতির পিতার জন্মদিন পালিত

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়।

দিবসের প্রথম প্রহরে সংগঠনটির আয়োজনে একটি র‌্যালী ঘাঘরকান্দা শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পৌর হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র উচ্ছাস বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শেখ।

এ সময় অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, ঘাঘরকান্দা শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী ভৌমিক, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ১শত শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে লেখা বিভিন্ন লেখকের ১শত বই ও উন্নত খাবার ।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন উপলক্ষে আমরা সংগঠনের পক্ষ থেকে আমাদের ফেসবুক পেইজে অর্থ সহায়তা চেয়ে পোস্ট দেই। এই পোস্টে সাড়া দিয়ে কিছু মানবিক মানুষ ২০হাজার টাকা সহযোগিতা করেন। সেই টাকা দিয়ে আমরা ছিন্নমূল শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ১শত জন শিশুকে নিয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতার জন্মদিন পালন করি। এ দিনে এই ১শত শিশুকে দু’বেলা উন্নত খাবার ও জন্মদিনের উপহার হিসেবে প্রত্যেককে ১টি করে বই দেওয়া হয়েছে।

(টিকেবি/এসপি/মার্চ ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test