E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় স্ত্রীর ছোড়া গরম তেলে ঝলসে গেছে স্বামী

২০১৪ সেপ্টেম্বর ২৫ ১১:০৮:১০
মাগুরায় স্ত্রীর ছোড়া গরম তেলে ঝলসে গেছে স্বামী

মাগুরা প্রতিনিধি : মাগুরার সদর উপজেলার চাঁদপুর গ্রামে গতকাল বুধবার সকালে স্বামীর পরকীয়ায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীর ছুড়ে দেয়া গরম তেল ঝলসে গেছে স্বামী জাহিদ হাসান (২৮)। মারাত্মক আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জাহিদের স্ত্রী রেশমা খাতুনকে গ্রেফতার করেছে।

রেশমা থানায় সাংবাদিকদের জানান, গাজীপুরে ব্যবসা করেন জাহিদ। তাদের সংসারে তাসকিত (৫) ও তানজিম (৪) দুই ছেলে রয়েছে। স্বামীর সাথে বসবাস করছিলেন তিনি। সম্প্রতি দুই মহিলার সাথে তার স্বামী জাহিদের পরকীয়ার ঘটনা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে জাহিদ তাকে নিয়ে গ্রামের বাড়ি চাঁদপুরে চলে আসে। মঙ্গলবার গভীর রাতে ওই দুই মহিলার সাথে জাহিদ মোবাইলে প্রেমালাপ করে। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে তিনি জাহিদের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে গরম তেল ছুড়ে মেরেছেন।

অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন জাহিদ দাবি করেছেন, তিনি পরকীয়ার ঘটনায় জড়িত নন। বরং বিষয়-সম্পত্তি তার স্ত্রীর নামে লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। কিন্তু তা না করায় রেশমা গরম তেল ছুড়ে দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে দিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য নিয়ে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ রেশমা খাতুনকে আটক করে। তবে এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে এখনও কোন মামলা হয়নি।

(ডিসি/এনডি/সেপ্টেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test