E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত টুঙ্গিপাড়া

২০২২ মার্চ ১৬ ১৮:৫৩:০৫
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত টুঙ্গিপাড়া

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের ‘টুঙ্গিপাড়ায় হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক শ্রদ্ধা নিবেদন করবেন । তাদের আগমনকে সামনে রেখে ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর আনন্দঘন অনুষ্ঠান ঘিরে টুঙ্গিপাড়ায় সাজ সাজ রব বিরাজমান। উৎসব মুখর পরিবেশে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বরণ করতে টুঙ্গিপাড়াবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এদিন সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেলা ১১ টায় জাতির পিতার সমাধিতে পৌঁছাবেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। এরপর প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেবেন তারা। এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে ১১ টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। দুপুরে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের পাবলিক প্লাজায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী জাতীয় বাস্তবায়ন কমিটি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠান শেষে বিকাল ৫ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপ্রতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম ও মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে পাঠানো পৃথক ফ্যাক্স বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গণপূর্ত অধিদপ্তর টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন, শোভা বর্ধন, শিশু সমাবেশের প্যান্ডেল নির্মাণসহ যাবতীয় কাজ সম্পন্ন করেছে। বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ও উপজেলার সর্বত্র বর্নিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। জাতীয় শিশু দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সমাধি সৌধের প্রধান ফটকের সামনে বিশালাকৃতির প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। এছাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে সপ্তাহব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে। পাটগাতি বাস স্ট্যান্ড থেকে সমাধি সৌধ পর্যন্ত সড়কের দুই পাশে নির্মাণ করা হয়েছে সুদৃশ্য তোরণ। বিভিন্ন রঙের কাপড় দিয়ে সড়ক গুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। টুঙ্গিপাড়ায় সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ বলেন, জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় সাজ সাজ রব বিরাজ করছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। সড়কের দুই পাশে জাতির পিতা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযোদ্ধাদের ছবি দিয়ে সাজানো হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে কলেজ মাঠে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক লোকজ মেলার।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ১৭ মার্চ টুঙ্গিপাড়া আসবেন। বঙ্গবন্ধুর জম্ম দিনের কর্মসূচী সফল করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাধিসৌধ কমপ্লেক্স নতুন সাজে সাজানো সহ সৌন্দর্য বর্ধণ করা হয়েছে। টুঙ্গিপাড়া জুড়ে এখন উৎসবের আমেজ ও সাজসাজ রব বিরাজ করছে ।

গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জ জেলার সর্বত্র নেয়া হয়েছে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃংখলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকজন এখানে কাজ করছেন। জাতীয় এ অনুষ্ঠানটি সফল করতে তিনি সকলের সহযোগিতা চান।

(টিকেবি/এসপি/মার্চ ১৬, ২০২২)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test