E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রহস্যময় আগুনে দগ্ধ মহেশখালীর বন

২০২২ মার্চ ১৬ ১৪:৫৬:৫৮
রহস্যময় আগুনে দগ্ধ মহেশখালীর বন

জাহেদ সরওয়ার, কক্সবাজার : আগুনে পুড়ে গিয়েছে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওতাধীন মহেশখালী রেঞ্জের দিনেশপুর বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের বেশ কিছু অংশ।

গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার দিকে সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, দিনেশপুরের জামবাগান এলাকার রশিদ মিয়ার খামারের সামনে সংরক্ষিত বনাঞ্চলের একটি বৃহৎ অংশ জুড়ে ধাউ ধাউ করে জ্বলছে আগুন। আগুনের লেলিহান শীখার উত্তাপ এবং কালো ধূয়ায় ধূসরিত গোটা আশপাশ।

সেখানেই দেখা মিলে বেশ কিছু স্থানীয় বাসিন্দার। তারা জানান, আজ সকাল দশটা থেকেই এখানে আগুন জ্বলছে। আগুনে পুড়ছে বন। অথচ এই বিষয়ে বন বিট কর্মকর্তা জোবায়েরকে একাধিকবার জানানো হলেও তিনি তা কর্ণপাত ই করেননি।

নাম প্রকাশ না করার শর্তে সেখানকার এক বাসিন্দা বলেন, দিনেশপুরের বন বিট কর্মকর্তা জোবায়ের ই বনে এই আগুন ধরিয়ে দিয়েছে, যাতে সেখানে নার্সারি করতে পারেন। ইতিপূর্বেও বেশ কয়েকবার এভাবে বনে আগুন ধরিয়ে দিয়ে সেখানে তারা নার্সারি করেছে।

তবে কেউই জুবায়েরের ভয়ে ক‍্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। এই ভয়ের কারণও খোলে বলেন তারা। তারা বলেন, আমাদের অনেকেরই বনভূমিতে বাড়িঘর রয়েছে, তাই প্রকাশ্য কোনো কিছু বললে বন বিট কর্মকর্তা জোবায়ের আমাদের হয়রানি করবে।

নার্সারি করার জন‍্য বেআইনিভাবে বনাঞ্চলে আগুন ধরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব‍্যাক্ত করেছেন পরেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মহেশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক বলেন, নার্সারি করার জন‍্য এভাবে বনাঞ্চলে আগুন দেওয়াটা খুবই উদ্বেগজনক। এতে করে গোটা বনাঞ্চলে আগুন ছড়িয়ে বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা থাকে। এটি আমাদের পরিবেশের জন‍্য মারাত্মক ক্ষতির কারণ।

এদিকে দিনেশপুরের বন বিট কর্মকর্তা জোবায়ের বনে আগুন লাগানোর বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় কখনোই যেতে পারিনা। বিকেল ৫ টার দিকে আগুন লাগার বিষয়টি খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে দিই। আগুন আগানোর সাথে কারা জড়িত, এটি তদন্ত পূর্বক আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মহেশখারী রেঞ্জ কর্মকর্তা জুলফিকার জয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নার্সারি করার জন‍্য বনে আগুন লাগানোর বিষয়টি সঠিক নয়। কোনো পথচারীর সিগারেটের আগুন হতেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এই ধরনের দূর্ঘটনা এড়াতে আমরা সবসময়ই সতর্ক অবস্থানে রয়েছি।

সকাল ১০ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত তথা আগুন নেভাতে দীর্ঘ ৭ ঘন্টা বিলম্বিত হওয়ার কারণ হিসেবে
ইদানীংকালে নার্সারির কাজে ব‍্যস্ততা এবং স্টাফ সংকটকেই দেখান তিনি।

(জেএস/এসপি/মার্চ ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

Website Security Test