E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আমরা এখন অনেক আত্মনির্ভরশীল : শেখ সেলিম  

২০২২ মার্চ ১৫ ১৯:১৫:১৩
আমরা এখন অনেক আত্মনির্ভরশীল : শেখ সেলিম  

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য , স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই।  যে বাংলায় ক্ষুধা থাকবো না। দারিদ্র থাকবে না। শোষন থাকবে না। বঞ্চনা থাকবে না। বাঙ্গালী জাতি যেন নিজের পায়ে দাড়াতে পারে। কারো ওপর নির্ভরশীল না হতে হয়।  আমরা এখন অনেক আত্মনির্ভরশীল হয়েছি। এখান বাজেট আমাদের অর্থেই আমরা করতে পারি।  

আজ মঙ্গলবার দুপুরে শহরের ঈদগাহ ময়দানে গোপালগঞ্জ বাসীর জন্য মুজিব বর্ষের উপহার হিসেবে ১২ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর কাউন্সিলর আলীমুজ্জামান বিটু সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিম নব নির্মিত গোপালগঞ্জ পৌর কমিউনিটি সেন্টার, জামে সমজিদ, পৌর শপিং কমপ্লেক্স, নিউ মার্কেট, পৌর মিলনায়তন, সম্প্রসারিত ভবন,চাপাইল ও হরিদাসপুর দৃস্টি নন্দন ব্রীজ, শেখ সেলিম সড়ক, রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম, সারফেজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, সদর উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও পৌর কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানের উদ্বোধন করেন। এ সময় তিনি পৌর বড় বাজার ও স্যানিটারী ল্যান্ড ফিল্ড নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

(একেবি/এসপি/মার্চ ১৫, ২০২২)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test