E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজনীতির নামে সকল অপতৎপরতা নস্যাতের আহবানে মাগুরায় ছাত্রলীগের সম্মেলন 

২০২২ মার্চ ১৫ ১৮:৫১:২৬
রাজনীতির নামে সকল অপতৎপরতা নস্যাতের আহবানে মাগুরায় ছাত্রলীগের সম্মেলন 

মাজহারুল হক লিপু, মাগুরা : রাজনীিিতর নামে সকল অপতৎপরতা নস্যাতের আহবানে মাগুরা  জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে কেন্দ্রীয ও স্থানীয় নেতাদেও উপস্থিতিতে অনষ্ঠিত ঞয এ সম্মেলন।

সকাল ১১ টায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

সভায় জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার,জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি শওকতুজ্জামান সৈকত, আপেল মাহমুদ, দেবাশীষ শিকদার সিদ্ধার্থ, যুগ্ম সাধারন সম্পাদক বেনজীর হোসেন নিশি, পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের, সহ-সম্পাদক মীর সাব্বির, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘রাজনীতি একমাত্র জায়গা যেখানে মানুষের ত্যাগ কষ্ট কখনো বৃথা যায় না। ধৈর্য্য ও সময় এখানে বড় পরীক্ষা’।

তিনি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, ‘তাদের নিজস্ব কোন রাজনীতি আন্দোলন নেই। বিদেশী প্রভুদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আর অপেক্ষায় থাকে কখন কোন ইস্যুতে ষড়যন্ত্র করা যায়। এটা রাজনীতি নয়, রাজনীতির নামে এক ধরনের অপতৎপরতা’।

(এম/এসপি/মার্চ ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test