E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নাট্যকর্মী পংকজ বসু হত্যার বিচারের দাবিতে মিছিল-সমাবেশ

২০১৪ সেপ্টেম্বর ২৪ ১৫:৪৯:০৩
নাট্যকর্মী পংকজ বসু হত্যার বিচারের দাবিতে মিছিল-সমাবেশ

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরের নাট্যকর্মী পংকজ বসু হত্যাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ দুপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে স্থানীয় নাট্যকর্মীরা।

দুপুর ১২টায় মিছিলটি মহম্মদপুরের বিনোদপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড মোড়ে সমাবেশ করে। সমাবেশে স্থানীয় নাট্যকর্মী রোকনুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক কানু তেওয়ারী, স্থানীয় আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান শিকদার, নাট্যকর্মী গোলাম মহম্মদ, চিত্ত রঞ্জন রায়, অমরেশ সরকার, ইন্দ্রোজিৎ বিশ্বাস, সুদেব চক্রবর্তী প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি দুর্বৃত্ত চক্র নাট্যকর্মী পংকজ বসুকে কুপিয়ে মরাত্মক জখম করে। আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ১১টার দিকে তিনি মারা যান। ঘটনার পর ১২ দিন অতিবাহিত হলেও প্রকৃত আসামীদের গ্রেফতার করা না হওয়ায় এলাকায় অসন্তোষ সৃষ্টি হয়েছে। সমাবেশ থেকে বক্তারা অতি শীঘ্রই এ খুনের সাথে জড়িতদের গ্রেফতার করে বিচার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

(ডিসি/এএস/সেপ্টেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test