E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফেনীতে আন্তর্জাতিক নারী দিবসে উপহার পেল দলিত সম্প্রদায়ের নারীরা

২০২২ মার্চ ০৮ ১৯:১৬:৪৯
ফেনীতে আন্তর্জাতিক নারী দিবসে উপহার পেল দলিত সম্প্রদায়ের নারীরা

নূরুল আমিন খোকন, ফেনী : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফেনীতে শতাধিক নারী পরিচ্ছন্ন কর্মীদের মাঝে শাড়ী, কম্বল ও উন্নতমানের খারার বিতরণ করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে (৮ মার্চ) ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর আয়োজনে ও ফেনী পৌরসভার সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়েছে।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

সাংবাদিক আতিয়ার সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার থোয়াইঅংপ্রু মারমা, ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিজাম উদ্দিন, ফেনী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর সভাপতি মঞ্জিলা আক্তার মিমি। নারী পরিচ্ছন্নতা কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান ফেনী জেলা প্রশাসকের কন্যা আদিবা মাহমুদ রোদেলা।

স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর সাধারণ সম্পাদক সাংবাদিক দুলাল তালুকদার বলেন, ফেনী শহর পরিচ্ছন্নতায় রাত জেগে কাজ করা নারীদের খবর কেউ রাখেনা। তাদের হাতের ছোঁয়ায় পুরো ফেনী শহর চকচক করলেও অভাবের চাপে তাদের জীবন থাকে বিভীষিকাময়। অন্তত নারী দিবসে তাদের পাশে দাড়াতে পেরে খুব ভালো লাগলো।

(এনকে/এসপি/মার্চ ০৮, ২০২২)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test