E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মাগুরার দর্শককে কাঁদালো অভিশপ্ত আগষ্ট

২০২২ মার্চ ০৮ ১২:৩১:১৮
মাগুরার দর্শককে কাঁদালো অভিশপ্ত আগষ্ট

মাগুরা প্রতিনিধি : মাগুরার দর্শককে কাঁদালো বাংলাদেশ পুলিশ থিয়েটারের নাটক অভিশপ্ত আগষ্ট। নাটকটির  ৫৭ তম মঞ্চায়ন হলো মাগুরায়।  সোমবার রাতে মাগুরা নোমানী ময়দানে প্রদর্শিত নাটকটি মাগুরার দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের পরিকল্পনা ও গবেষণায়, জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায় নাটকটিতে ১৫ আগষ্টের নৃশংসতা ও ভয়াবহ বিশ্বাসঘাতকতার চিত্র তুলে ধরা হয়েছে।

নাটক দেখতে আসা স্কুল শিক্ষক নাজলী লাবনী বলেন, নাটকের প্রধান দুটি চরিত্র খন্দকার মোশতাক এবং পরীবানুর অভিনয় ছিলো অসাধারণ। এভাবে, নাটকের মাধ্যমে দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরা হলে নতুন প্রজন্ম যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।

নাটকের নির্দেশক জাহিদুর রহমান বলেন, আমরা ইতিমধ্যেই এই নাটকের ৫৭ টি প্রদর্শনী করেছি। সারাদেশে ঘুরে বেড়াচ্ছি নাটকটি নিয়ে। আমরা প্রকৃত ইতিহাস তুলে ধরতে চাই। বাংলাদেশ পুলিশ দায়বদ্ধতা থেকেই এরকম একটা প্রযোজনা হাতে নিয়েছে।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন এই প্রদর্শনীর আয়োজন করে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলমসহ মাগুরার বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ নাটকটি উপভোগ করেন।

(এমএইচএল/এএস/মার্চ ০৮, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test