E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

অনূর্ধ্ব ১৪ বিভাগীয় ফাইনালে ফেনীর ইহাভ ১২৭ রানে অপরাজিত

২০২২ মার্চ ০৬ ১৭:২৭:৫১
অনূর্ধ্ব ১৪ বিভাগীয় ফাইনালে ফেনীর ইহাভ ১২৭ রানে অপরাজিত

নূরুল আমিন খোকন, ফেনী : বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনুর্ধ ১৪ জাতীয় ক্রিকেট কম্পিটিশন ২০২১-২২ এর বিভাগীয় ফাইনাল খেলায় বিকেএসপির বিপক্ষে চট্টগ্রাম বিভাগীয় দলে ফেনীর ছেলে মিনহাজুর রহমান ইহাভ ২৯৯ বলে ১২৭ করে অপরাজিত রয়েছে।

তার শতকের উপর ভর করে চট্টগ্রাম বিভাগীয় দল তাদের ১ম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৭৭ রান করতে সক্ষম হয়।
ইহাভ ফেনী জেলা অনুর্ধ ১৪ দলের হয়ে দারুণ পারফরম্যান্স করে বিভাগীয় দলে জায়গা করে নেয় এবং নিয়মিত ভাল পারফরম্যান্স করে আসছে।চট্টগ্রাম বিভাগীয় দলে ফেনীর আরো দুইজন ক্রিকেটার রানা ও মাহিম নিয়মিত খেলছে ও ভাল পারফরম্যান্স করছে।

ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন বলেন, বিভাগীয় দলে ভাল খেললে অনূর্ধ্ব ১৪ চ্যালেঞ্জার ট্রপিতে খেলার সুযোগ রয়েছে এবং বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় দলে ডাক পেতে পারে।

তাদের ভাল পারফরম্যান্সে খুশি হয়ে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহার তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

(এনকে/এসপি/মার্চ ০৬, ২০২২)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test