E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চট্টগ্রাম বিভাগেই থাকতে চায় ফেনীবাসী 

২০২২ ফেব্রুয়ারি ১৫ ১৮:৫২:২২
চট্টগ্রাম বিভাগেই থাকতে চায় ফেনীবাসী 

নূরুল আমিন খোকন, ফেনী : চট্টগ্রাম বিভাগের সাথে থাকার দাবীতে আনুষ্ঠিানিক প্রচারাভিযান শুরু করেছে ফেনী জেলাবাসী। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর কেন্দ্রেীয় শহীদ মিনারের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। একই সময়ে ফেনী জেলার সকল উপজেলা ও ইউনিয়নে প্রচারপত্র বিতরণ শুরু করেন সকল জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা।

চট্টগ্রাম বিভাগে ছিলাম, আছি, থাকতে চাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রচারপত্র বিতরণ উদ্বোধনকালে নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, ইতোমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দাবী উত্থাপন করা হয়েছে।

আমরা যেহেতু চট্টগ্রাম বিভগের সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। এতে করে আমাদের বিদ্যমান বাণিজ্যসহ সকল ধরনের সুযোগ-সুবিধা বহাল থাকবে। ফেনীবাসী চায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প জোন একই বিভাগে থাকুক। বিভাজন না হোক। ফেনীকে নিয়ে কুমিল্লা আলাদা বিভাগ হলে তাহলে ফেনীর সোনাগাজীতে দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ ইকোনোমিক জোনও আলাদা হয়ে যাবে।

প্রচারাভিযানে বিশিষ্ট নাগরিকদের মাঝে উপস্থিত ছিলেন, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল, সংগঠনের আহবায়ক ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবু তাহের, সংগঠনের যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুুর হোসেন, সংগঠনের সদস্য সচিব ও ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, সংগঠনের সদস্য ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, দুর্নীতি দমন কমিটির সভাপতি আবদুল মোতালেব, বিএমএ সভাপতি সাহেদুল ইসলাম কাউসার, হাসপাতাল ও নার্স এসোসিয়েশনের সভাপতি হারুন উর রশিদ, সাংবাদিক আতিয়ার সজল, আরএম আরিফুর রহমান, সোলায়মান হাজারী ডালিম, জুলহাস তালুকদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

(এনকে/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২২)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test