E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দৌলতদিয়া-পাটুরিয়ায় গাড়িসহ যাত্রীবোঝাই ফেরি বিকল

২০১৪ সেপ্টেম্বর ২১ ১৭:২৮:১৯
দৌলতদিয়া-পাটুরিয়ায় গাড়িসহ যাত্রীবোঝাই ফেরি বিকল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আজ রবিবার সকালে যানবাহন ও যাত্রীবোঝাই ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান মাঝনদীতে বিকল হয়ে পড়ে। এসময় ফেরিটি ভাসতে ভাসতে নৌচ্যানেলের পাশের এক ডুবোচরে গিয়ে আটকা পড়ে। টানা তিন ঘন্টা চেষ্টা চালানোর পর আইটি জাহাজের সাহায্যে ফেরিটি উদ্ধার করা হয়। মাঝনদীতে আটকে পড়া ফেরির ভিতরে শতাধিক যাত্রীসহ বিভিন্ন গাড়ির চালকরা এসময় দুর্ভোগ পোহান।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়াঘাট অফিস সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে পাটুরিয়াঘাট থেকে ১৫টি ট্রাক ও ৬টি প্রাইভেটকারসহ দেড় শতাধিক যাত্রী বোঝাই ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে ফেরিটি মাঝনদীতে পৌছালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

এতে ফেরিটি বিকল হয়ে পড়ে। এসময় বিকল ফেরিটি ভাসতে ভাসতে নৌ চ্যানেলের পাশের এক ডুবোচরে গিয়ে আটকা পড়ে। পরে খবর পেয়ে পাটুরিয়া থেকে জাহাজ আইটি-৩৮৯ এসে উদ্ধার তৎপরতা চালায়। টানা তিন ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টায় ডুবোচর থেকে ফেরিটি উদ্ধার করা হয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরিতে কর্মরত কর্মচারিরা জানান, মাঝনদীতে দীর্ঘ সময় আটকে থাকায় ফেরির সাধারণ যাত্রীসহ বিভিন্ন গাড়ির চালকরা এসময় ভোগান্তির শিকার হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়াঘাট ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, ‘এই নৌরুটে চলাচলকারি অধিকাংশ ফেরি অনেক বছরের পুরনো। এ কারণে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। পাশাপাশি স্রোতের বিপরীতে চলতে গিয়ে অনেক ফেরির যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হয়ে সেগুলো প্রায়ই বিকল হয়ে পড়ছে।’

(জিসিপি/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test