E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গৌরীপুরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

২০১৪ সেপ্টেম্বর ১৯ ১৬:৩১:২৬
গৌরীপুরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি : নিখোঁজের ৪দিন পর সিএনজি চালকের অর্ধগলিত লাশ উদ্ধার এবং ঘাতকের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার সকালে সিএনজিটি উদ্ধার করেছে গৌরীপুর থানা পুলিশ। বুধবার উপজেলার বোকাইনগর ইউনিয়নের নাহড়া ব্রীজের পশ্চিম পার্শ্বে নিডামী বিল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত চালকের নাম আবু হানিফা (২৮)। তিনি নান্দাইল উপজেলার কড়ইতলা ইউনিয়নের বারুইগ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

নিহত সিএনজি চালক আবু হানিফ গত শনিবার (১৩ সেপ্টেম্বর) নান্দাইল চৌরাস্তা থেকে ভাড়া নিয়ে গৌরীপুরের শাহগঞ্জ আসার পথেনিখোঁজ হয়। ওই রাতেই তাকে হত্যার পর লাশ পানিতে ফেলে সিএনজিটি নিয়ে যায় একদল দুবৃর্ত্ত। বুধবার সকালে অর্ধগলিত লাশটির দুগন্ধ আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ওই লাশটিকে কচুরিপানা দিয়ে ঢাকা দেখে পুলিশে খবর দেয়।

উপ পরিদর্শক (এসআই) মো: আমিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খুনের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বোকাইনগর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার পকেটে নিহত সিএনজি চালকের ছবি সম্বলিত ড্রাইভিং লাইন্সেটি পাওয়া যায়। সাইফুলের স্বীকারোক্তি অনুয়াযী পুলিশের একটি দল রাতভর চেষ্টা চালিয়ে শুক্রবার(১৯সেপ্টেম্বর) সকালে বোকাইনগর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের ঘাতক সাইফুলের বাড়ীর পিছনের মাটির নিচ থেকে ছিনতাইকৃত সিএনজিটি উদ্ধার করে।

(এসএইচএম/এটিআর/সেপ্টেম্বর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test