E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে ২ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, গ্রেফতার ১

২০১৪ সেপ্টেম্বর ১৯ ১৪:১০:২৬
মহম্মদপুরে ২ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, গ্রেফতার ১

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার খাজুরা গ্রামে গতরাতে দুই ব্যবসায়ির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতি করে ফিরে যাওয়ার সময় এলাকাবাসি এক ডাকাতকে গ্রেফতার করেছে।

এলাকাবাসি কানু তেওয়ারী ঘটনাস্থল থেকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মহম্মদপুরের খাজুরা গ্রামে ৮/১০ জনের একটি ডাকাত দল মহম্মদপুরের বিশিষ্ট পাট, ভূষিমাল ও রড সিমেন্ট ব্যবসায়ী বিধান পোদ্দার ও দুলাল সাহার পাশাপাশি বাড়িতে গ্রীল ভেঙ্গে ঢুকে পড়ে।

এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, মটরসাইকেল ও মোবাইল ফোন সেটসহ কমপক্ষে ১০লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়। রাত ৪টার দিকে ডাকাতি শেষ করে চলে যাওয়ার সময় পার্শ্ববর্তী পারলা শিরগ্রাম মধুমতি নদীর ঘাটে রাতে মাছের ঘেরে পাহারারত এলাকাবাসি ডাকাতদের ধাওয়া দিলে হোসাইন মুন্না নামে এক ডাকাতকে আটক করে। তার বাড়ি পার্শ্ববর্তী বোয়ালমারি উপজেলার মোবারকদিয়া এলাকায়। ডাকাত মুন্নার শ্বশুরবাড়ি মহম্মদপুরের বিল ঝলমল গ্রামে।

শুক্রবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মাগুরার সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় উত্তরাধিকার ৭১নিউজকে জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত ডাকাত মুন্নাকে জিজ্ঞাসাবাদ চলছে। ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। মুন্নাকে জিজ্ঞাসাবাদ চলছে।

(ডিএস/এটিআর/সেপ্টেম্বর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test