E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হবিগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত শতাধিক

২০২১ ডিসেম্বর ২২ ১৭:৩৪:১৪
হবিগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত শতাধিক

তারেক হাবিব, হবিগঞ্জ : হবিগঞ্জে পুলিশের সঙ্গে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় পুলিশসহ প্রায় ৫০ জন আহত হয়েছে। বুধবার ২২ ডিসেম্বর দুপুর ৩টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পয়েন্টসহ শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।

সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার স্বাথে বিদেশে পাঠানোর দাবীতে সারা দেশের ন্যায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। এ বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় নেতাকর্মীসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে বিক্ষোভ সমাবেশের আগাম খবর পেয়ে শহরের পয়েন্টে পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। দুপুরে বিক্ষোভ সমাবেশে শুরু করলেই এতে বাঁধা প্রদান করে পুলিশ। এক সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ বাধেঁ। এতে কয়েকজন বিএনপি নেতাকর্মী ও পুলিশ সদস্য আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ রাজিব আহমেদ রিংগনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ হবিগঞ্জ।

(টিএইচ/এএস/ডিসেম্বর ২২, ২০২১)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test