E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভাইকে খুন মাদকাসক্ত সজিবের

২০১৪ সেপ্টেম্বর ১৮ ১২:০৮:৩৪
ভাইকে খুন মাদকাসক্ত সজিবের

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : হত্যাকাণ্ডের এক সপ্তাহের মাথায় এক হত্যাকারী গ্রেফতারসহ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলে দাবি স্থানীয় থানা পুলিশের। গত সোমবার উপজেলার গুনবহা ইউনিয়নের নদীয়ারচাঁদ গ্রামের বাড়ি থেকে নিহত রাজিবের ছোট ভাই সজিবকে (১৯) আটক করে এসআই নজরুল ইসলাম। দুই দিন জিজ্ঞাসাবদের পর সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। বুধবার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সজিবকে আদালতে চালান দেয় থানা পুলিশ।

পুলিশ জানায়, বড় ভাই রাজিবের স্ত্রী স্বপ্না বেগমের প্রতি নজর পড়ে সজিবের। ভাবীকে স্ত্রী হিসেবে পেতে এবং বড় ভাইয়ের বাজাজ প্লাটিনা মোটরসাইকেল পেতে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে মাদকাসক্ত সজিব।

পরিকল্পনা অনুযায়ী, সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে গত ১০ সেপ্টেম্বর রাতে গলা কেটে ও একটি চোখ নষ্ট করে ভাইকে হত্যা করে সে। পরের দিন সকালে খবর পেয়ে পুলিশ উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা ও পরমেশ্বরদী বাজারের মাঝামাঝি কাজীপাড়া থেকে আলমগীর শেখ রাজিবের লাশ উদ্ধার করে। রাজিবের পিতা দাউদ শেখ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। রাজিবের মোটরসাইকেল পুলিশ পরে মধুখালির বাগাট থেকে উদ্ধার করে।

অপরদিকে এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নানামুখী অপতৎপরতা শুরু হয়।

(এসএমবি/এনডি/সেপ্টেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test