E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

২৬ এপ্রিল ভোটগ্রহণ

জমে উঠেছে শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন

২০১৪ এপ্রিল ২৪ ১৮:৩৫:২৩
জমে উঠেছে শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। আগামী ২৬ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রাথীরা তাদের রাতের ঘুম হারাম করে সর্বশেষ প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন। সারাদিন যানবাহনে কর্মরত থাকায় প্রার্থীরা রাতের বেলা শহরের ৩টি বাস টার্মিনালের পাশাপাশি নিজের পক্ষে ভোট নিতে শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে ধর্না দিচ্ছেন।

ভোটাররাও তিন বছর পর প্রার্থীদের ভোট ভিক্ষায় নিজেদের কদর পেয়ে বেশ উপভোগ করছেন। যেসব শ্রমিক নেতা বিগত ৩ বছরে সাধারণ শ্রমিকদের কোন খোঁজ-খবর নেয়নি, সেসব সাধারণ শ্রমিক বা ভোটাররা সুযোগ বুঝে তাদের এবার ঝেড়ে নিচ্ছে। অপরদিকে, যেসব শ্রমিক নেতা বা প্রার্থী নিরীহ শ্রমিকদের সুখে-দু:খে পাশে থেকেছে, সেসব প্রার্থীকে বিজয়ী করতে নিজেদের অবস্থান থেকেই উঠে-পড়ে লেগেছে।
এবারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ টি পদের জন্য মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সভাপতি পদে বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম মানিক, সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ ও জাহাঙ্গির আলম ঝুটনসহ ৩ জন, সহ-সভাপতি পদে হামিদুল ইসলাম, আক্রাম হোসেন, ওসমান আলী, মহারাজ জুয়েল, দিল বাহার ও সোলেমানসহ ৬ জন, সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক কামাল উদ্দিন কমল, হারুন অর রশিদ, গোলাম মোস্তফা মস্তু ও আফরোজ আলী হুচ্চুসহ ৪ জন, সহ-সাধারন সম্পাদক পদে মিরাজ আলী কালু, শাহ আলম ডেনী, দিলীপ চন্দ্র সাহা ও আলাল ড্রাইভারসহ ৪ জন, কোষাধ্যক্ষ পদে পঙ্গজ বাবু ও মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আতিকুল ইসলাম মজনু, জাকির হোসেন টুলু ও জুলহাস উদ্দিন জুলুসহ ৩ জন, দপ্তর সম্পাদক পদে রিপন ড্রাইভার, বিল্লাল হোসেন ও জুয়েল মিয়াসহ ৩ জন এবং ১ জন নির্বাহী সদস্য পদে জাহাঙ্গির আলম, পারভেজ, মঞ্জুরুল ইসলাম বকুল ও করিম ড্রাইভারসহ ৪ জন প্রতিদ্বন্দ্বীতা করছে। জেলায় এবার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ১ হাজার ৪৬৫ জন ভোটার নির্বাচনে ভোট দিবেন।
(এইচবি/এএস/এপ্রিল ২৪, ২০১৪)


পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test