E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কামরুল ইসলাম ডিগ্রী কলেজে সন্ত্রাসী হামলায় আহত ১

২০১৪ সেপ্টেম্বর ১৭ ১৮:১৬:০৭
কামরুল ইসলাম ডিগ্রী কলেজে সন্ত্রাসী হামলায় আহত ১

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : শ্রেণিকক্ষে সহপাঠি এক ছাত্রীর পাশে বসে অপর এক ছাত্র ক্লাস করার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে বহিরাগত একদল যুবক। এসময় আলামীন নামে এক যুবককে তারা রামদা দিয়ে কুপিয়ে জখম করে। পাশাপাশি রুবেল মন্ডল নামের এক ছাত্রকে মেয়েদের কমনরুমে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে অবরুদ্ধ ওই ছাত্রকে উদ্ধার করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। আহত আলামীনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপরে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও কলেজ অফিস সূত্রে জানা যায়, গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের প্রথমবর্ষ মানবিক বিভাগের ছাত্র রুবেল মন্ডল। বুধবার সকালে সে কলেজে গিয়ে শ্রেণিকক্ষে সহপাঠি এক ছাত্রীর পাশে বসে ক্লাস করেন। এতে অপর সহপাঠি আউয়াল ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে রুবেল ক্লাস থেকে বাইরে বের হতেই আউয়ালের নেতৃত্বে ১৫-২০ জনের বহিরাগত একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে তারা রুবেলকে ধাওয়া করে।

এসময় রুবেল দৌঁড়ে ছাত্রীদের কমনরুমে গিয়ে আশ্রয় নেয়। সাথে সাথে অস্ত্রধারীরা কমনরুমের গেটে অবস্থান নিয়ে রুবেলকে তারা অবরুদ্ধ করে রাখে। পরে আলামীন নামে বহিরাগত এক যুবক রুবেলের পক্ষে এগিয়ে এলে অস্ত্রধারিরা তাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। আহত আলামীনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ক্লাস চলাকালে এমন সন্ত্রাসী কর্মকান্ডে এসময় কলেজে উপস্থিত শিক্ষকসহ সাধারণ ছাত্র-ছাত্রীদের মনে দ্রুত আতংক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে গোয়ালন্দঘাট থানাপুলিশ এসে ছাত্রীদের কমনরুম থেকে অবরুদ্ধ ছাত্র রুবেলকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল বলেন, ‘ছাত্রীর পাশে ছাত্র বসার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত অস্ত্রধারি একদল যুবক ক্লাস চলাকালে কলেজে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। দেশীয় অস্ত্রের মুখে তারা রুবেল নামের এক ছাত্রকে মেয়েদের কমনরুমে অবরুদ্ধ করে রেখেছিল। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানাপুলিশকে অবহিত করা হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।’ ভুক্তভোগী ছাত্র রুবেল মন্ডল পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান।

(জিএইচপি/এটিআর/সেপ্টেম্বর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test