E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সালথায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

২০২১ ডিসেম্বর ০৭ ১৪:৪২:০০
সালথায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ফরিদপুরের সালথায় অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম ইফতেখার আজাদের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার, মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহ আলম, ডাঃ নাহিদা পারভিন, সালথা থানার এসআই আব্দুল হান্নান, সালথা প্রেসক্লাবের সহসভাপতি মনির মোল্যা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ।

এসময় স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ১১ ডিসেম্বর উপজেলার ৮টি ইউনিয়নে ১৯২টি টিকাদান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো চালু করা হবে। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

তিনি আরো বলেন, ৬ মাস থেকে ১১ মাস বয়সের শিশুদের নীল রঙ্গের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের লাল রঙ্গের ক্যাপসুল খাওয়ানো হবে।

(এএনএইচ/এএস/ডিসেম্বর ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test