E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রের বিশ্ব এইডস দিবস পালন

২০২১ ডিসেম্বর ০১ ১৮:০৭:২২
লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রের বিশ্ব এইডস দিবস পালন

দিলীপ চন্দ, ফরিদপুর : ‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব এইডস দিবস‌ বুধবার ১ ডিসেম্বর পালন করেছে লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্র। এ উপলক্ষে ফরিদপুর স্বাস্থ্য বিভাগ কতৃক আয়োজিত কমূসচীতে অংশগ্রহণ করে লাইট হাউস ফরিদপুর।

জেলা ইনচার্জ মো. পলাশ খানের তত্ত্বাবধায়নে জেনারেল হাসপাতাল গেটে অনুষ্ঠিত উপস্থিত র‌্যালীতে অংশগ্রহণ করে লাইট হাউসের কর্মী ও সেবা গ্রহীতারা। পরে উপস্থিত অংশগ্রহণকারীদের নিয়ে অনুষ্ঠিত আলোচনায় মো. পলাশ খান বলেন, যে কারণগুলোর দ্বারা এইচআইভি এইডস সংক্রমিত হচ্ছে ঠিক একই কারণ দ্বারা হেপাটাইটিস বি ও সি সংক্রমিত হচ্ছে। সুতরাং আমরা যদি আমাদের ব্যক্তিগত আচরণ পরিবর্তণ ও সচেতনতার মধ্য দিয়ে এইচআইভি এইডসকে প্রতিরোধ করি তবে হেপাটাইটিস বি ও সিসহ নানান জটিল যৌন রোগ থেকেও মুক্ত থাকতে পারি।

সংবাদকর্মীদের অপর এক প্রশ্নের জবাবে মো. পলাশ খান বলেন, লাইট হাউস দেশে এইচআইভি এইডস প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল এর সার্বিক তত্ত্বাবধানে ও আইসিডিডিআর,বি এর ব্যবস্থাপনায় ‘প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন এ্যান্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কি পপুলেশনস ইন বাংলাদেশ’ প্রকল্পটি বাস্তবায়ন করছে যা দেশের ৫টি বিভাগের ১৯টি জেলার মোট ২৮ এলাকায় বাস্তবায়িত হচ্ছে। তার মধ্যে ফরিদপুর জেলা অন্যতম একটি। প্রকল্পটি এপ্রিল ২০২১ খ্রি. থেকে শুরু হয়ে চলবে ২০২৩ খ্রি. এর ডিসেম্বর পর্যন্ত। পরে টেপাখোলা বেলতলায় লাইট হাউসের আয়োজনে তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালিত হয়। যেখান থেকে এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধকল্পে স্বাস্থ্য উপকরণসহ তথ্যপত্র বিতরণ করা হয়।

(ডিসি/এএস/ডিসেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test