E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মধুখালীতে মুড়ি আখের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

২০২১ ডিসেম্বর ০১ ১৭:২৯:৫৯
মধুখালীতে মুড়ি আখের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে ‘মুড়ি আখ চাষ ব্যবস্থাপনার প্রযুক্তি সম্প্রসারণের জন্য’ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ ডিসেম্বর) দিনব্যাপী চিনিকলের প্রশিক্ষণ ভবনে বাস-ইউএসডিএ সিআর-০১ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান গবেষক ড. মো. আনিসুর রহমানের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা।

বক্তব্য রাখেন চিনিকলেল মহাব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিসউজ্জামান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম, বিএস আরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, প্রকৌশলী মো. রোকনুজ্জামান প্রমুখ।

বাস-ইউএসডিএ সিআর-০১ প্রকল্পের (চতুর্থ ফেজ) এর অর্থায়নে ও কৃষি প্রকৌশল বিভাগ, বিএসআরই এর সম্পদনায় মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা ও আখচাষী উপস্থিত ছিলেন। পরে মিলস গেট সাবজোনের মো. দাউদ শেখের মুড়ি আখ খেত পরিদর্শন করা হয়।

(এম/এসপি/ডিসেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test