E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ১০ ভুয়া ডাক্তারকে কারাদণ্ড

২০১৪ সেপ্টেম্বর ১৭ ১০:৫১:১০
ফরিদপুরে ১০ ভুয়া ডাক্তারকে কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর র‌্যাব-৮ এর সদস্যরা ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ ভুয়া ডাক্তারকে আটক করেছে। পরে মঙ্গলবার রাত ৮টার দিকে আটকদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফরিদপুর র‌্যাব-৮ মঙ্গলবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন তদারকির মাধ্যমে র‌্যাব সদস্যরা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের একাধিক স্থানে অভিযান চালায়। এ সময় তারা বিভিন্ন চেম্বার থেকে এক মহিলাসহ ১০ পুরুষ ভুয়া ডাক্তারকে আটক করে। র‌্যাব ক্যাম্পে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটকদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়। আটকদের সর্বোচ্চ এক বছরের সাজা ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

আটকরা হচ্ছেন- উজ্জল হোসেন, শাখাওয়াত হোসেন, হাফিজুর রহমান, মোসা. প্রিয়া আক্তার, শেখ জাহিদ হোসেন, আক্তারুজ্জামান, এখলাসউদ্দিন, আলতাফ হোসেন, আব্দুল কাদের ও আব্দুল খায়ের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটকরা দীর্ঘদিন ধরে ডাক্তার সেজে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test